দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইমনের ব্যাটে মিনিস্টার গ্রুপ রাজশাহীর শুরুটা হয়েছে দারুণ। দুই ওপেনারের হাত খোলা ব্যাটিংয়ে এসেছে ৩১ রান। তবে টপ অর্ডারের ব্যর্থতায় বেক্সিমকো ঢাকার বিপক্ষে ধুঁকতে শুরু করে রাজশাহী। শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামাল দেন নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিলে। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুজন দলকে এনে দেন নয় উইকেটে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৩১ রানে অধিনায়ক শান্তর উইকেট হারায় রাজশাহী। ইমন এক প্রান্ত আগলে রাখলেও, টপ অর্ডারের বাকিরা কেউ সুবিধা করতে পারেননি। একে একে ফিরে যান মোহাম্মদ আশরাফুল, রনি তালুকদার ও ফজলে মাহমুদ রাব্বি। ইমন আউট হন ২৩ বলে ৩৫ রান করে।
মুক্তার আলী-নাসুম আহমেদের তোপে ৬৫ রানেই পাঁচ উইকেট খুইয়ে বসে রাজশাহী।সেখান থেকে দলের হাল ধরেন মেহেদী ও সোহান। দুজন গড়েন ৮৯ রানের জুটি। তিন চার ও চার ছক্কায়, ৩২ বলে ৫০ করেন মেহেদী। ওদিকে সোহান আউট হয়েছেন ২০ বলে ৩৯ রান করে। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দলের সংগ্রহ ১৬৯’ এ নিয়ে যান ফরহাদ রেজা।
মুক্তার তিনটি, নাসুম , মেহেদি রানা ও নাঈম হাসান নেন একটি করে উইকেট।
Comments