রাশেদুজ্জামান রণঃ
১৪.০৫.২০২০ – বৃহস্পতিবার
: “চাচী, খুশি হইছেন?”
: হ বেহে। আমাগোরে জন্নে আল্লা ছাড়া আর কাঁয়ো নাই। আর আছেন তোমরাগুল্যা।
: চোখ নাচিয়ে বললাম, “এগুলো দিয়ে কী করবেন?”
উত্তর দেয় নি। চোখে ছিল শুধু হাসির ঝিলিক…
কাল শরীর-মন দু’টোই খারাপ ছিল। তাই পোস্ট দেইনি। গতকাল (১৪ মে) গাইবান্ধা জেলার সাঘাটা থানার জালালতাইড়, পচাই, ফলিয়া দিগর, বাঙ্গাবাড়ি গ্রামের ৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এখানে বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল –
৩কেজি চাল
হাফ লিটার তেল
২৫০গ্রাম লাচ্চা,
২০০গ্রাম ভাজা সেমাই
হাফ কেজি চিনি
চার প্যাকেট(১০গ্রাম) দুধ
কিশমিশ-বাদাম
এছাড়া বগুড়া জেলার সোনাতলা উপজেলার গড়ফতেপুর, কাবিলপুর, গোপাইবাড়ির ২৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এখানে বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল –
১কেজি পোলাওয়ের চাল
হাফ লিটার তেল
২৫০গ্রাম লাচ্চা,
২০০গ্রাম ভাজা সেমাই
হাফ কেজি চিনি
চার প্যাকেট(১০গ্রাম) দুধ
কিশমিশ-বাদাম
ক্রিকপ্লাটুন ও তাঁদের সুহৃদদের প্রতি ভালবাসা।
২৫জন অসহায় বিধবাদের নিয়ে পরের প্রোজেক্ট। চাইলে যে কেউ আমাদের সাথে জয়েন করতে পারেন।
Comments